সর্বশেষ

Monday, September 20, 2021

রাবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হবে। 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালাম। 

রেজিস্ট্রার জানান, তিন দিনে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর তথা প্রথম দিন সোমবার ‘সি’ ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে ৯টা শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। এই শিফটে বিজ্ঞান গ্রুপ ১-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। এই শিফটের বিজ্ঞানের গ্রুপ ২-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়। এই শিফটে বিজ্ঞান গ্রুপ ৩-এর শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।

এদিকে ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া আগামী ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাবির ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://admission.ru.ac.bd এই ওয়েবসাইটে। 

প্রসঙ্গত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবার ভর্তি পরীক্ষা শুধু বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে— সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন— মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।

দ্বিতীয় সংসার শুরু করেছেন ইভা রহমান

দ্বিতীয় সংসার শুরু করেছেন ইভা রহমান

 

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা ইভা রহমানের। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন। এই দম্পতির পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য গড়ে ওঠে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।

জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, ‘বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।’

সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে কেকেআর

সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে কেকেআর

 

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স। একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩১তম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

করোনার প্রভাবে আইপিএল-২০২১ আসর শুরু হয়েও মাঝপথে বন্ধ হয়ে যায়। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আইপিএলের বাকি অংশের খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

প্রথম পর্বের সাক্ষাতে সাকিব আল হাসানদের কেকেআরকে ৩৮ রানে পরাজিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে বেঙ্গালুরু। টার্গেট তাড়ায় ১৬৬/৮ রানে গুটিয়ে যায় কেকেআর।

এবার ফিরতি লেগে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম হারের বদলা নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে অবশ্যই জিততে হবে।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিথিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুনসন, বরুণ চক্রবর্তী ও প্রাসিদ কৃষ্ণা। 

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ডেবুট পাদিক্কল, ওয়ানেন্দু হাসারঙ্গা, সচীন বেবি, কাইল জেমিসন, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শ্রীকর ভারত।

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার দণ্ড

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার দণ্ড

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অপরাধে বিএনপির এক নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে তার বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাস দণ্ড ভোগ করতে হবে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন।

এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এরপর আদালতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের বাড়ল ছয় মাস

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের বাড়ল ছয় মাস

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের বাড়ল। তৃতীয় দফায় তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। তবে বহাল রাখা হয়েছে আগের দুই শর্ত। এ সময় তিনি বিদেশে যেতে পারবেন না। নিজ বাসায় থেকে নিতে হবে চিকিৎসা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার শর্তসাপেক্ষে সময়টা বৃদ্ধির জন্য একটি আবেদন করেছিলেন। আমরা সেই আবেদন যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দিয়েছি। তিনি (খালেদা জিয়া) নিজ বাসায় থেকে যেভাবে চিকিৎসা নিতে চান, সেভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আগের শর্তগুলো বহাল থাকবে। স্থায়ী জামিন পেতে হলে তাকে আদালতে যেতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে আরও দুই দফায় (প্রতিবার ৬ মাস করে) তার সাজার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়।

গত বছর মার্চে খালেদা জিয়ার মুক্তির জন্য তার পরিবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় তার (খালেদা জিয়া) দণ্ডাদেশ স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই আদেশে গত বছর ২৫ মার্চ তিনি (খালেদা জিয়া) মুক্তি পান। এরপর গত বছর সেপ্টেম্বর ও চলতি মার্চে দুই দফায় ছয় মাস করে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সবশেষ তৃতীয় দফায় তা বাড়ানো হলো। এ নিয়ে তিন দফায় মোট ১৮ মাস তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াল সরকার। এছাড়া শুরুতে সাজা ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এবারের মেয়াদ শেষ হলে স্থগিতের সময় ২৪ মাস পূর্ণ হবে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ভয় পায় বলেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। এর আগে তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হলেও সরকার তা দেয়নি। তাই বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়ায় আমরা খুব আর্শ্চয হইনি। মূল বিষয়টা হচ্ছে, তারা খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে, কোনো মতেই তাকে দেশের বাইরে যাওয়া বা মুক্ত করার বিষয়টা ভাবতেই পারে না। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার পরামর্শ দিলেও সরকার তাতে মত দিচ্ছে না।

খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তার (খালেদা জিয়া) সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করার পক্ষে আইন মন্ত্রণালয় থেকে মত দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ের মতসহ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা ফেরত আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। এর মধ্যে ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। শারীরিক দুর্বলতার কারণে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫৩ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। ইতোমধ্যে করোনার দুই ডোজ টিকাও নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে। দীর্ঘ দুবছর কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান তিনি।

ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের ভীতি প্রদর্শনের নতুন মাত্রা

ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের ভীতি প্রদর্শনের নতুন মাত্রা

 

এগারোজন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনা সাংবাদিকদের প্রতি ভীতি প্রদর্শনের একটি নতুন মাত্রা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনা নজিরবিহীন। যা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের বিরুদ্ধে চরম হুমকি। কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার সারাদেশে দমন-নিপীড়ণ চালাচ্ছে তা থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না।  অবিলম্বে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের সিদ্ধান্ত প্রত্যাহারের করতে হবে। একই সঙ্গে ভয় ও আতঙ্ক দূর করে সত্য প্রকাশে দেশের বিবেক তথা গণমাধ্যম ও গণমাধ্যমের কর্মীদের স্বাধীনতা নিশ্চিত করারও আহবান জানান বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, সত্য প্রকাশে নির্ভিক সাংবাদিকদের বিভিন্ন উপায়ে টুঁটি চেপে ধরার পর এখন জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ব্যাংক হিসাব তলব করেছে। এর মাধ্যমে সাংবাদিকদের মাঝে ভীতি ও আতঙ্ক সৃষ্টির আরও একটি নতুন কৌশল, যা উদ্দেশ্যমূলক। 

তিনি বলেন, সমগ্র দেশটা এখন আওয়ামী দুঃশাসনের লীলাভূমিতে পরিণত হয়েছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার খায়েশে বিভোর বর্তমান ভোটারবিহীন সরকার কেবলমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও বিরুদ্ধ মতবাদের নাগরিকদের ওপরই জুলম-নির্যাতন চালাচ্ছে না। তারা গণমাধ্যমের সাংবাদিকদেরকেও সত্য প্রকাশের কারণে নিষ্ঠুর নির্যাতন শুরু করেছে। ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনা সেটিরই বহিঃপ্রকাশ। 

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ভয়াবহ দুঃশাসনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকরাও সরকারি জুলুম-নির্যাতনে জর্জরিত। 

সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বিভিন্ন কায়দায় দেশের সংবাদমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় কর্তৃত্ববাদী সরকার। দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত করাই এখন আওয়ামী লীগের অভিষ্ট লক্ষ্য। এ লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে বর্তমান অনৈতিক সরকার নির্ভীক সাংবাদিকতা ও সাংবাদিকদের কলম চেপে ধরছে।

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে দুই হাজার টনের বেশি ইলিশ

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে দুই হাজার টনের বেশি ইলিশ

 

এবারের দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তা‌নির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫২‌টি প্রতিষ্ঠান ই‌লিশ সরবরাহ কর‌বে। প্রতিটি প্রতিষ্ঠান ৪২ টন করে ইলিশ সরবরাহ করতে পারবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে; এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না।

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।